
সকেল হোসেন, স্টাফ রির্পোটারঃ
জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সরব হতে শুরু করছে পশুর বাজার।
কোরবানির ঈদে আক্কেলপুরে এবার আলোচনায় রয়েছে ‘লায়ন খুররুম' নামে বিশালাকৃতির একটি ষাঁড়।
উপজেলা সদরের হাস্তাবসন্তপুর গ্রামের খামারি রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌঃ সিকান্দার জানান, পাঁচ বছর ধরে লায়ন খুররুম নামের এই ষাঁড়কে লালন পালন করেছেন।
বিশালদেহী ষাঁড়টি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ভীড় করছেন খামারির বাড়িতে। ১১ ফুট লম্বা এবং সাড়ে ০৫ ফুট উচ্চতার এ ষাঁড়টির দাম হাকা হচ্ছে ২১ লক্ষ টাকা।
ষাঁড়টির মালিক খামারি রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌঃ সিকান্দার বলেন, ২০১৯ সালে ৮ ই জানুয়ারী আমার ফার্মে জন্ম ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। বাছুরটি পছন্দ হওয়ায় তাকে আর বিক্রি না করে। লালন পালন করতে থাকি। পরে আদর করে তার নাম রাখা হয় লায়ন খুররুম।
তিনি আরো বলেন, কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, খেসারির ভুসি, ভুট্টা ভাঙাসহ অন্যান্য গো-খাদ্য খাইয়ে প্রাকৃতিক ভাবে কোরবানির জন্য ষাঁড়টিকে প্রস্তুত করা হয়েছে।





























