
আমজাদ হোসেন আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানাতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি সমর্থক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় উপজেলার বন্দর সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলী থানা পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জানাযায়,বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক আনন্দমিছিলের কর্মসূচি ঘোষণা করে। বিকেলের দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন সেন্টারে। বেলা তিনটার পর সড়কের দুই পাশে অবস্থান নেন তাঁরা। ওই সময় তাঁরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষের সময় দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার পর সিইউএফএল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ওই সময় দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও বন্দর ফাঁড়ি পুলিশের একাধিক টিম এলাকায় মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, “সরকারের প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আমাদের অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে আনন্দ মিছিলের ঘোষণা করা হয়। কিন্তু একই স্থানে তারাও পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমাদের কর্মসূচিটি স্থগিত করে শুক্রবার বিকেলে পালন করার উদ্যোগ নেই।এরপর তারা আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা দেন একই স্থানে। বিকালে আমাদের নেতাকর্মীরা জড়ো হলে আমাদের উপর হামলা করে তারা।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, “বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে গত বৃহস্পতিবার আমরা আনোয়ারা সদরে কর্মসূচি দিয়েছিলাম। একই সময়ে সদরে তারাও কর্মসূচি দেওয়ার কারণে আমরা সেটি চাতরী চৌমুহনী বাজারে নিয়ে আসি। গতকাল শুক্রবার বিকেলে কাফকো সেন্টারে আমার সমর্থকরা কর্মসূচি ঘোষণা করলে তারাও একই সময়ে কর্মসূচি ঘোষণা করে।
কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি এবং টিয়ারশেল ছোড়ে। দু’পক্ষের সংঘর্ষে আমাদের এক পুলিশ সদস্যও গুরুতর আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

































