
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক পদে একডালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। উপজেলার ৫৮১ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ভোট প্রদান করেন ৫৬৫ জন। এতে সভাপতি পদে সাজেদুর রহমান সাজ্জাদ ৩৭৭ ভোট ও মতিউর রহমান ১৮০টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন ২৯৩ ভোট ও আব্দুল হাকিম মাহাবুব ২৬৫টি ভোট পান। সভাপতি পদে ৮টি ও সাধারণ সম্পাদক পদে ৭টি ভোট বাতিল হয়। এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম প্রিজাইডিং অফিসার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।





























