
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবানে সুয়ালক ফরেস্ট চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১শ লিটার চোলাই মদসহ গিয়াস উদ্দিন (২৫) ও তৌহিদুল ইসলাম (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলা বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার মো. জোবায়ের ছেলে গিয়াস উদ্দিন ও একই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সদর থানা এলাকায় ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন রেইচা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সুয়ালক ফরেস্ট চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গতকাল রাত ৯ টার দিকে ১শ লিটার দেশীয় চোলাই মদসহ গিয়াস উদ্দিন ও তৌহিদুল ইসলাম দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।





























