
বিশ্ব মা দিবস উপলক্ষে এমএসএ সফট লিমিটেড ও এমএসএ আইটি প্রতিষ্ঠানের উদ্যোগে সাভারে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ মে) মিশ্রণ আর্ট সঙ্গীত নিকেতনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় শখানেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এমএসএ সফট লিমিটেড ও এমএসএ আইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সুজন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কবি ও কথাসাহিত্যিক মোহাম্মদ অংকন, বিশেষ অতিথি এমএসএ সফট লিমিটেড ও এমএসএ আইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, মিশ্রণ আর্ট সঙ্গীত নিকেতনের স্বত্তাধিকারী মোঃ আনিছুর রহমান ও মোঃ ফয়সাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন ফাহমিদা রহমান মিলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ অংকন বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তাদেরকে লিখতে ও আঁকতে দিতে হবে। এখন প্রযুক্তির যুগ, তাই মোবাইল-কম্পিউটারে আসক্ত হয়ে না পড়ে, সেজন্য শিক্ষার্থীদের এগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে অবগত করতে হবে। প্রতিটি সচেতন মা-ই পারে তার সন্তানের জন্য সঠিক লক্ষ্য তৈরি করে দিতে।’
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।





























