
ফুটবলারদের দম ফেলার ফুরসত যেন নেই! মৌসুমের প্রায় শেষভাগে এসে ক্লান্ত শরীর। ব্রাজিলিয়ান তারকা রদ্রি তো বলেই বসলেন, তার একটু বিশ্রাম দরকার। এদিকে ইনজুরির তালিকাও লম্বা হতে শুরু করেছে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা স্বীকার করলেন, তার দল ক্লান্ত এবং বর্তমান ইনজুরি পরিস্থিতির কারণে তারা বড় বিপদে।
টানা দ্বিতীয়বার ট্রেবল জয়ের মিশনে থাকা ম্যানসিটি গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মাঠে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলে ড্র করে। ওই ম্যাচেই খেলোয়াড়দের ক্লান্তি বেশ টের পাওয়া যাচ্ছিল। ম্যাচ শেষে রদ্রি জানান বিশ্রাম নিতে চান তিনি।
রদ্রির বক্তব্য নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমাদের খেলাগুলোর দিকে তাকান, আপনারা বুঝতে পারবেন। এটা সহজ। সে তার যোগ্যতা অনুযায়ী আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু একজন খেলোয়াড় যদি খেলতে না চায়, সে খেলবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা বড় বিপদে আছি। আমার মনে হচ্ছিল গত ম্যাচগুলোতে আমরা ক্লান্ত ছিলাম। আমরা কাল সিদ্ধান্ত নিবো কী করতে হবে আমাদের।’
মঙ্গলবার লুটন টাউনের মুখোমুখি হবে ম্যানসিটি। গত ডিসেম্বরে তাদের মাটিতে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। এই ম্যাচের আগে নাথান আকে, ফিল ফডেন ও কাইল ওয়াকার ইনজুরিতে পড়েছেন। তাদের ফিটনেস নিয়ে নতুন কোনও তথ্য দিতে পারেননি গার্দিওলা। গত মঙ্গলবার মাদ্রিদে ড্রয়ের ম্যাচে ফডেন মাঠ ছাড়তে বাধ্য হন। আকে ও ওয়াকার আগেই ইনজুরিতে সাইডলাইনে। স্প্যানিশ কোচ বললেন, ‘আমরা আজ (শুক্রবার) বিকালে ট্রেনিং করছি। তারপরই জানতে পারবো তারা কেমন বোধ করছে।’







































