
ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলে রেখেছে আল নাসর। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের থেকে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াদের ক্লাবটি।
ম্যাচের শুরুতেই স্কোরশিটে নাম তুলেছেন মানে। এরপর পর্তুগিজ তারকা রোনালদোর গোলেও অ্যাসিস্ট করেন তিনি। ৩৫ মিনিটে করা রোনালদোর গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০।
টানা চতুর্থ জয় তুলে মৌসুমের শুরুটা শতভাগ সফল করেছে আল-নাসর। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার শীর্ষে। প্রথম হার হজম করে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-ইত্তিহাদ।
ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন মানে। সতীর্থের পাস থেকে প্রথম শটেই জালে বল পাঠান সেনেগালিস ফরোয়ার্ড।
আরও পড়ুন
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীরা বছরে সর্বাধিক ৩টি পারফরম্যান্স বোনাস পাবেন
২৬ মিনিট পর আবারও জ্বলে ওঠেন মানে। তার বাড়ানো ক্রসে হেড করে গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো। চলতি মৌসুমে লিগে এটি তার চতুর্থ গোল। গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয়, এক ধাপ ওপরে আছেন সতীর্থ ও স্বদেশি জোয়াও ফেলিক্স। যদিও এ ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি।
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল আল-ইত্তিহাদ। গোলমুখে মাত্র দু’টি শট নিতে পেরেছিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কিছুটা চাপ তৈরি করলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে পরাস্ত পারেনি চ্যাম্পিয়নরা। ফলে, সহজ জয়ে মাঠ ছাড়ে মৌসুমে চার ম্যাচের সবক’টিতে জয় তুলে নেওয়া জর্জ জেসুসের শিষ্যরা।







































