
মোঃ আমিনুল ইসলামঃ স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা মার্চ সকাল ১১ টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান (বাহাদুর), আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন নাহার শিখা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা গাজিউল হক।
সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো যত্ন নেওয়া। তাহলে, কোনো শিক্ষার্থী মাদকমুখী হবে না, কোনো শিক্ষার্থী কিশোর গ্যাংয়ে জড়াবে না। তাহলেই একটি সুন্দর সমাজ গঠিত হবে। আমি আপনাদের থেকে আমার নির্বাচনী এলাকার সবচেয়ে বেশি আবদার রাখবো শিশুদেরকে প্রথম থেকেই সঠিক শিক্ষাটা প্রদান করবেন বলে আমি আশা করছি, আপনাদের হাতেই আগামীর বরুড়ার স্মার্ট, সুন্দর, আদর্শ, ও মডেল উপজেলা রূপান্তরিত করার আপনারাই প্রথম কারিগর হবেন, আপনাদের শিক্ষা মন্তব্য যত প্রয়োজন চাহিদা আমাকে জানাবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারাও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের হক আদায় করবেন,
বর্তমান সবাই ভিত্তি মেধাবী খোঁজার অন্বেষণ এ জাতীয় জিনিস লক্ষ্য করা যায় না আপনাদের সহযোগিতা পেলে আমি আমার এসকিউ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধা বৃত্তির আয়োজন করবে যা বর্তমান সময় হারিয়ে গিয়েছে এবং সম্মানিত শিক্ষকদের বিদায় লগ্নে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার রেওয়াজ মনে হয় উঠে গেছে আপনাদের সহযোগিতা নিয়ে আমি আবার তা চালু করতে চাই,
আমি যতটুকু জানি আপনাদের মাঝে দুইটা গ্ৰুপে বিভক্তি আছে আশা করি আপনারা আপনাদের মাঝে ভুলভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের শিক্ষক সমিতির কার্যক্রম পরিচালনা করবেন, আমি উপজেলা নিবার্হী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি শিক্ষক সমিতির অফিসের সমস্যাটা সমাধান করে দিবেন। শিক্ষক শিক্ষিকাদের যত সমস্যা আছে সবকিছু আমাকে না পেলে আমার প্রতিনিধির সাথে শোয়ার করবেন আমি মহান সংসদে থাকা লাগে আমার প্রতিনিধি হিসেবে সাবেক পৌরসভার মেয়র বাহাদুরুজ্জামান এর সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সমস্যাগুলো জানাবেন তিনি আমার সাথে পরামর্শ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যথাসময়ে স্কুল শুরু করব এবং শেষ করব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আদর্শ মডেল এবং স্মার্ট নাগরিক করে তোলার চেষ্টা করব আপনাদের যত চাহিদা আছে আপনারা জানাবেন শিক্ষা অফিসার আছেন আমি আছি এমপি মহোদয় আছেন আশা করি আমরা একটা সুন্দর বরুড়া করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন আমরা প্রায়ই স্কুলে শিক্ষা বন্ধক পরিবেশ নতুন শিক্ষা ভবন পেয়েছি বাকি যেগুলো বাকি আছে ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে আপনাদের চাহিদাগুলো আপনাদের শিক্ষা অফিসার গণনার মাধ্যমে জানাবেন আমরা আলোচনা করে এমপি মহোদয়কে জানাবো ঐক্যবদ্ধভাবে স্মার্ট বরুড়া গড়বে, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে মন্ত্রি ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া, সভায় আরো বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান হোসেন ভুঁইয়া, শিলমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, বরুড়া পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী পাল,মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ১১ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা আক্তার শাকি,করিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা মজুমদার, মুগুজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যাইয়েদা আক্তার, পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার,বরুড়া মডেল স্কুলের শিক্ষক মাহমুদুল্লাহ মামুন, বরুড়া পৌর বালিকা সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা মাকসুদা আক্তার, তাজামুল ইসলাম সহ বরুড়া উপজেলার ১৫৩টা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সকল শিক্ষক এবং দপ্তরীরা সহ বিভিন্ন সুধীজনরা উপস্থিত ছিলেন ।





























