
তানজিল সরকারঃ ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে চতুর্থ ধাপে আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২০মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা এটিএম ফরহাদ চৌদুরী প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন। এসময় সকল প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আলহাজ্ব আল মামুন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, জাহাঙ্গীর আলম সেন্টু ফারুক পেয়েছেন ঘোড়া, আবুল মনসুর পেয়েছেন কাপ-পিরিচ, মোশতাক আহমেদ বুলবুল পেয়েছেন কৈ মাছ ও অলিউল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে জিয়াউর রহমান অরুন পেয়েছেন উড়ো জাহাজ, আনোয়ার পারভেজ পেয়েছেন চশমা, মোঃ মাহাবুর রহমান পেয়েছেন টিয়া পাখি, মোঃ মুক্তার মিয়া পেয়েছেন তালা ও নুরুল ইসলাম পেয়েছেন টিউবওয়েল প্রতীক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোয়ারা বেগম পেয়েছেন কলস, সানজিদা ইয়াসমিন পেয়েছেন ফুটবল ও সাবিহা মাহাবুব প্রভা পেয়েছেন কলস প্রতীক।
তফসিল অনুযায়ী ৪৯৫টি উপজেলা মধ্যে প্রথম ধাপে ১৪৫টির মতো উপজেলায় ৮ মে ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।





























