
দাগনভুঞায় একদিনে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত
জিয়াউল হক পিন্টু দাগনভুঞা,প্রতিনিধি:
ফেনীর দাগনভুঞা উপজেলার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভুঞা উপজেলা শাখার আয়োজনে এক দিনের চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা শনিবার ২ মার্চ সকাল ১১ ঘটিকায় জম জম রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভুঞা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৪নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ফেনী জেলার সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফেনী জেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জি. এম. মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন দাগনভুঞা রিপোটার্স ইউনিটির নবাগত সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সাধারন সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, নবাগত সাধারন সম্পাদক নুর হোসেন, আনন্দ বাজার পত্রিকার দাগনভুঞা প্রতিনিধি নাজমুল হাসান শুভসহ উপজেলার সকল গ্রাম্য ডাক্তারবৃন্দ এতে উপস্থিত ছিলেন।





























