
নারায়ণগঞ্জ সদর উপজেলার কায়েমপুরে শহিদ তিতুমীর একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দেশকে ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভালো মানুষ হতে হলে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় জ্ঞান অর্জন জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শফিউদ্দিন আহমদ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহিদ তিতুমীর একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পলাশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট মনিরুজ্জামান শাহীন ও এডভোকেট রাসেল প্রধান।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























