
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির জোটপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দেলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জানা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালান। বিষয়টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ সময় আয়োজক পক্ষ ও প্রার্থীর প্রতিনিধি দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী প্রার্থীর উপস্থিত প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
পরিদর্শনকালে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।




























