
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অভিযানে আয়কর অফিস সংলগ্ন জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মনির হোসাইন কাসেমীর (খেজুর গাছ প্রতীক) ক্যাম্পে কয়েকটি ব্যানারে ধানের শীষের ছবি খেজুর প্রতীকের পাশে থাকা ধরা পড়ে।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৭(ঙ) ধারার স্পষ্ট লঙ্ঘন। মোবাইল কোর্ট প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে। পাশাপাশি প্রার্থীকে ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।




























