
মানুন শেখ রূপসাঃ
খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আজ শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। আইচগাতী রূপসা কলেজ মোড় থেকে শুরু হওয়া এই প্রচারণা সেনের বাজারে গিয়ে শেষ হয়। প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, আইচগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবু সাঈদ এবং তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আজিজুল বারী হেলাল বলেন,এবারের নির্বাচনে আমরা তরুণ ভোটারদের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। খুলনা-৪ আসনের প্রায় ৩৫ শতাংশ ভোটার তরুণ। এই প্রজন্ম পরিবর্তন চায়, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা ধানের শীষে ভোট দিতে প্রস্তুত এবং তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।




























