
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা–কর্ণফুলীকে আধুনিক ও পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তুলতে ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
শুক্রবার (৩০ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল থেকে দিনভর তিনি বোয়ালিয়ার মোড়সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, আনোয়ারা ও কর্ণফুলী ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। জনগণের সমর্থন পেলে এই অঞ্চলকে শিল্প, আবাসন ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন একটি উপশহরে রূপান্তর করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, ডি আই এম জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম তৈয়বী , নুরুল ইসলাম,শাহেদুল আলম,আরিফুল ইসলাম ইমন,আবুল কালাম, ,আলমগীর কবির,জাহেদুল হক,ইসমাঈল হোসেন,জহিরুল ইসলাম হেলাম,মহিউদ্দিন, শাকিল, জিসানসহ স্থানীয় সুন্নিজোটের নেতাকর্মী ও সমর্থকরা।




























