
।
মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৭২ হাজার টাকা।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে।
এসময় চৌদ্দগ্রাম উপজেলার নানকরা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। উদ্ধার করা এসব শাড়ির সর্বমোট মূল্য প্রায় ৮৮ লাখ ৭২ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।




























