
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ, জুলাই ও ইসলামের চেতনা ধারণ করেছে উল্লেখ করে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে জামায়াতে ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেছেন।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা তফাজ্জল আলী ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘সবার মধ্যে একটা আওয়াজ, পরিবর্তন চাই। ৫৪ বছর যারা দুর্নীতি করেছে, ভিন্ন মতের বিরুদ্ধে দমন নিপিড়ন চালিয়েছে তাদের হাতে ক্ষমতা যেন না যায় সেটা চায় মানুষ।’
জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াত নেতা মো. আতাউর রহমানের হাতে দাঁড়িপাল্লা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী এনপিসি নেতা মো. আতাউল্লাহ’র হাতে শাপলা কলির প্রতীকী প্রতীক তুলে দেন। এ সময় তাদেরকে বিজয় করতে সকলের প্রতি আহবান জানান জামায়াত নেতা গোলাম পরওয়ার। কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো. মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় গোলাম পরওয়ার বলেন, ‘ইউনিভার্সিটিগুলোর নির্বাচন পরিবর্তনের বার্তা দিয়েছে। এসব নির্বাচন প্রমাণ করেছে আমাাদের মেধাবী সন্তানেরা সেখানে পড়ে। যারা নির্বাচনের জন্য মানুষ খুন করে, চাঁদা তুলে তাদেরকে মানুষ পছন্দ করে না। তারা আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’
তিনি আরো বলেন, ‘একটি দলের নেতারা আমাদের মা-বোনদের কাপড় খুলে নেওয়ার হুমকি দেয়। তারা যদি ক্ষমতায় যায় তাহলে তো জাতির কাপড় খুলে ফেলবে। ওই দলের লোকজন বলে বেড়াচ্ছে আমরা ক্ষমতায় গেলে নাকি হিন্দু নারীর শাখা, সিঁদুর পড়তে পারবে না।’
এদিকে শুক্রবার দুপুরে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থী জামায়াত নেতা মো. মহসীরের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে জোর দাবি জানান। অন্যথায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাঁধাগ্রস্থ হবে বলে উল্লেখ করেন।




























