
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে মেডিকেলে চান্স পাওয়া তিন যমজ ভাই সহ ৫ জনকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে এই সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।
তন্মধ্যে মেডিকেলে চান্স পাওয়া বথুয়াবাড়ি গ্রামের দরিদ্র শিক্ষার্থী যমজ তিন ভাই শাফিউল হাসান, মাফিউল হাসান ও রাফিউল হাসানকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বগুড়ার ঠিকাদার প্রতিষ্ঠান রাকিব ট্রেডার্স নগদ ২০ হাজার টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত বেলকুচি গ্রামের ভটভটি চালক আশাদুল ইসলামের স্ত্রী আর্জিনা খাতুনকে ১০ হাজার টাকা প্রদান করেন।
এছাড়া উদ্ধারকৃত নবজাতক শিশুর মা আয়শা খাতুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও আশিক খান।
সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন ও রাকিব ট্রেডার্সের প্রোপাইটার ঠিকাদার রফিকুল ইসলাম।





























