
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মিরপুরে মাঠে নেমেছে বংলাদেশ। টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে স্বাগতিকরা দুই সেশনও ব্যাট করতে পারেননি, ৭৬ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম এবং নাইম হাসানের জুটিতে দলীয় ১০০ রান পার করে বাংলাদেশ, রাবাদা-মুল্ডারদের তোপে বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১০৬ রান করে।
বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের মধ্যে আজ সর্বোচ্চ ৩০ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ওপেনিংয়ে নামা এই ব্যাটার আউট হয়েছে মধ্যাহ্নবিরতির পর। এর আগে একে একে আউট হতে দেখেছেন সাদমান-মমিনুল-শান্ত-মুশফিক এবং লিটনকে এবং মিরাজকে। জয়ের পর টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেছেন স্পিনার তাইজুল ইসলাম, আরেক স্পিনার নাইম হাসানের সঙ্গে তাঁর ২৬ রানের জুটিতে দলীয় ১০০ রান পার করে স্বাগতিকরা।
আগে ব্যাত করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ইনিংসের দ্বিতীয় ওভারেই, শুরুটা হয় সাদমান ইসলামকে দিয়ে, উইয়ান মুল্ডারের বলে আউট হন তিনি। এরপর প্রথম ৬ ওভারে করা নিজের বাকি ২ ওভারে আরও দুই উইকেট নেন মুল্ডার, তাঁর বলে আউট হয়ে ফিরে যান মমিনুল হক এবং অধিনায়ক নাজমুল শান্ত।
শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘর ফিরেন তিনি। এরপর লিটন দাস-মেহেদী মিরাজও ব্যর্থ হন, ফলে ৬০ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারায় টাইগাররা।







































