
গাজী তারেক আজিজ, স্টাফ রিপোর্টার (ফেনী)
প্রবল বর্ষণ ও ভারতীয় উজানের অতিরিক্ত পানির চাপে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী এবং কুহুয়া নামের দুইটি নদীর কমপক্ষে তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (০১ জুলাই) রাত ১১ টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর গ্রামে, ফুলগাজীর উপজেলার দৌলতপুর গ্রামে নদীর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মো. মামুন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
যুবক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন থানার অফিসার ইন-চার্জ ইন্সপেক্টর নিজাম উদ্দিন। স্থানীয় পুলিশ জানায়, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা গেছে। রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ায় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় এসে অবস্থান করছেন।তিনি তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম. পি. বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।
বন্যার সার্বিক খবরাখবর জানতে যোগাযোগ করা হলে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। যাতে করে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেজন্য প্রশাসন সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে সর্বোচ্চ সতর্ক নজর রাখতে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান উপজেলার কমপক্ষে দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘর দোকানপাট ও বাজার এলাকা তলিয়ে গেছে। অপরদিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি উঠায় ফেনী-পরশুরাম সড়কে রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।





























