
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃগাজীপুর মহানগর মুন্সি পাড়া এলাকায় সরকারি পুকুর ও জলাশয় ময়লা দিয়ে ভরাট করার মহাউৎসবে মেতে উঠেছে আশপাশের দোকানদার ব্যবসাহী ও প্রভাবশালীরা।
কচুরিপানা ও ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুকুর। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।পরিলক্ষিত হয় বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালিয়ে পুকুরগুলো উদ্ধার করে।
কিন্তু কিছুদিন পর পূর্বের ন্যায় ময়লা আবর্জনা পুণ্যতা লাভ করে। কারণ এই সকল পুকুর তাপ দাহ থেকে পরিবেশকে রক্ষা করে।তাই বিভিন্ন পরিবেশ সংগঠন এই সকল পুকুর কে রক্ষা করার জন্য।
যাহারা এই সকল কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আশা ও বিশ্বাস পুকুরগুলো উদ্ধারে উদ্যোগী হবেন প্রশাসন, সিটি কর্পোরেশন, কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।





























