
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃগাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৩ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।গত ২৫ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রকিব উদ্দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণিত অভিযোগসমূহ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। তার বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মোকদ্দমার তদন্ত কার্যে প্রভাব বিস্তারের আশঙ্কায় জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হল।এই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, শিক্ষকদের বদলিতে ঘুষ নেওয়া, সহকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করাসহ নানা অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা ২০২০ সালে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এ ব্যাপারে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূইয়া গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বরখাস্তের বিষয়টির সততা নিশ্চিত করে বলেন বরখাস্তের আদেশ গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে বলে জানান।





























