
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ "স্মাট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার"এ স্লোগান কে সামনে রেখে, গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জায়েদা খাতুনও তার উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম লাল ফিতা কেটে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।গাজীপুর সিটি কর্পোরেশনচত্বর থেকে একটি র্যালী বের হয়ে।র্যালীতে অংশগ্রহণ করেন মেয়র জায়দা খাতুন ও প্রধান উপদেষ্টা আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম সহ কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,মেডিকেল ফ্রি ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরেন।স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





























