
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অন্যান্য বছরের ন্যায় এ বছরেও গাজীপুর জেলায় জনগণের মাঝে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ৮-১৪ জুন, ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষ্যে, আজ ৮ জুন ২০২৪ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন, গাজীপুর-এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালির শেষে জেলা প্রশাসক, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন।
ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর; সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে বলে জানা যায়।



































