
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলির্চালা এলাকায় রাস্তার মধ্যে রান্নার গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে ১০টার দিকে জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম উপজেলার মৌচাক তেলিরচালায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
ওই কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বলেন, এই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ। এখানে যারা থাকেন, তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যার কারণে এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে মহড়া দেয়ার ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। দগ্ধ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করা হবে এবং সার্বক্ষণিক তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। আর বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তাদের মান ঠিক আছে কিনা, এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দেখা হবে। যদি কোনো ব্যত্যয় থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন আছেন ঢাকায় আর ২ জন স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রদান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।
পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনারাবৃত্তি না হয়, এ জন্য জনসচেতনতা প্রয়োজন। যারা আইন মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে যারা গ্যাসের সিলিন্ডার বিক্রি করেন, তাদের ডিলারশিপ ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য,বুধবার (১৩ই মার্চ) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হন ৩৬ জন। দগ্ধদের উদ্ধার করে ৩৪ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।





























