
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১মে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর নির্বাচনকে সামনে রেখে প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৮ জন প্রার্থীরা। উপজেলা জুড়ে ব্যানার, পোষ্টার আর লিফলেটে ছেয়ে গেছে শহর গ্রামগঞ্জ। প্রচার এবং ভোটের দৌড়ে মোটরসাইকেলকে পেছনে ফেলে এগিয়ে আনারস।সব প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ী বাড়ী। উঠান বৈঠকে প্রার্থীরা তাদের নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটারদের। পাড়া-মহল্লা, চায়ের দোকানসহ সব জায়গায় চলছে নির্বাচনী আলাপচারিতা। কে হবেন আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান এই নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন।গত কয়েক দিনে উপজেলার দিগড়, ,জামুরিয়া দিঘলকান্দি, গারোবাজার, পেচাআটা, পোড়াবাড়ী,পাকুটিয়া, কদমতলী,একাশী, মাকেরসর
এবং পৌর সভার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন মানুষ হিসেবে ভালো, সাধারন মানুষ আরিফ হোসেন কে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।অপর দিকে সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর সাধারন মানুষের সাথে মিশেছেন মন খুলে কথা বলেছেন।তরুণ ভোটাররা আছেন তার পক্ষেই।সব মিলে নির্বাচনকে সামনে রেখে পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এখন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। এখন শুধু সময়ের অপেক্ষা।





























