
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের হরিপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যরা বলেন,উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর টু চানতারা সড়কে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপোয়া গতিতে চলাচল করে ফলে রাস্তা সহ এলাকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। এটি বন্ধের দাবিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৬ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। এতে কোন কাজ না হওয়ায় এলাকাবসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মিন্টু, লোমানুর রহমান রোমান, ইমন তালুকদার, আরশেদ আলী প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আবেদন দিয়েছে কিনা আমাকে দেখতে হবে। এ নিয়ে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে একমাটির মালিকে ৬ মাস ও মিন্টু মিয়া নামে একমাটি ব্যবসায়ীকে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।





























