
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ, গাজীপুর চৌরাস্তায় উপস্থিত সাংবাদিকদের ব্রিফি করেন ।ব্রিফি
সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ও ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার), গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার), ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ। এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে নাশকতার কোন সম্ভাবনা নেই।































