
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের মধ্যনগরে এক গণমাধ্যম কর্মীর নিজস্ব ফেইসবুক আইডিতে লাইভ প্রচারের পর,দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওর এলাকার রংচি গ্রাম সংলগ্ন তেকুইন্যা বিলে পৃথক অভিযান চালিয়ে ১৬১১বস্তা ভারতীয় চিনি জব্দ করে,মধ্যনগর উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা পুলিশ।গতকাল( ১৩মার্চ)মঙ্গলবার দুপুর হতে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা পুলিশ। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯টি ছোট-বড় স্টিলবডি নৌকাসহ ১৬১১বস্তা ভারতীয় চিনি আটক করে, জব্দ তালিকামূলে জব্দ করা হয়।এর আগে একই দিনে অভিযানের আনুমানিক আধাঘন্টা পূর্বে টাঙ্গুয়ার হাওর এলাকার রংচি গ্রাম সংলগ্ন তেকুইন্যা বিল হতে নিজস্ব ফেইসবুক আইডি হতে লাইভ করেন এক গণমাধ্যম কর্মী।প্রচারিত লাইভে দেখানো হয়,টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়ারণ্য তেকুইন্যা বিলে বেশ কিছু ইঞ্জিন চালিত স্টিলবডিএবিষয়ে মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ ওসি এমরান হোসেন জানান গতকাল টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা বিলে অভিযান চালিয়ে ১৬১১বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।





























