
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানের সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌর মেয়র মো.নুরুন্নবী সরকার, শিক্ষা অফিসার মো.ফরহাদ আলী, উপজেলা ইন্সট্রাক্টর ( ইউ আর ছি) সেলিনা আক্তার খান সহ সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
উক্ত ফাইনাল খেলায় বালিকা দল নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”কে পরাজিত করে কালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালক দল গোহালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে পরাজিত করে বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলে শেষে বালক-বালিকা উভয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা ।































