
সাদিয়াত হোসেন:( কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম ভূঁইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার
সিংগুরিয়া বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে
গত শুক্রবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হালিম ভুঁইয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং সিংগুরিয়া বাজারে ব্যবসায়ী ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিংগুরিয়া বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর হক, ব্যবসায়ী শফিকুল ইসলাম সবুজ, এলাকাবাসীর পক্ষে জহরুল ইসলাম খোকন ও নিহত হালিমের ছেলে তামিম ও তানজিত প্রমুখ।
পরে, কালিহাতীর থানার এসআই আসাদুল ইসলাম মানববন্ধনে উপস্থিত হয়ে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেন তারা।
এঘটনায় সোহেল নামে একজনকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
স্থানীয় ও নিহতের ভাই অনিক জানান, ঈদের পরদিন ১৮ জুন হালিম যমুনা নদীর গরিলা বাড়ি পাথর ঘাটে মোটরসাইকেলযোগে বেড়াতে যান। এসময় স্থানীয় বখাটে সন্ত্রাসী ছেলেদের মোটরসাইকেলের সঙ্গে হালিমের মোটরসাইকেলে ধাক্কা লাগে। ধাক্কার ঘটনা নিয়ে উপজেলা আলীপুর ও বেলটিয়া বখাটে সন্ত্রাসী ছেলেরা পরিকল্পিতভাবে হালিমের ওপর হামলা করে। এতে হালিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা হাসপাতালে পরে টাঙ্গাইল সোনিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কখনও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না। তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালিহাতী থানার এসআই কামরুল ইসলাম বলেন, এঘটনায় কালিহাতী থানায় নিহতের ভাই আব্দুল আলিম বাদী হয়ে উপজেলা আলীপুর গ্রামের শাহ আলমের ছেলে শাফি(২২), জালাল (২৫), শাহাদাত (৩০) মজিদের ছেলে ইসমাইল (২৮), মৃত জিন্নত আলির ছেলে শাহ আলম (৫০), বেলটিয়া গ্রামের হাজী আবু তালেবের ছেলে সোহেল (২৪) ও শহিদ আলী (২৬) কে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় কালিহাতী থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।





























