
সাদিয়াত হোসেন: কালিহাতী
কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বর্গা গ্রামে স্বামীর বাড়ির নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে। নিহত গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চার বাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে মারুফা আক্তারের সাথে পার্শ্ববর্তী উপজেলার বর্গা গ্রামের প্রবাসী আবু সাইদের ছেলে মনিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরই মনির বিভিন্ন মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো।
পরে সকাল ১০টার দিকে গৃহবধূর মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।































