
সাদিয়াত হোসেন: (কালিহাতী)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত আছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার বাড়ি-ঘর ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, কালিহাতী উপজেলার দুর্গাপুর, গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেশিরভাগ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে, অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্যার কারণে পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন সহ চর অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম নৌকাযোগে পারাপার হচ্ছে। পানি বৃদ্ধির কারণে ভৈরব বাড়ি এলাকায় নদীভাঙ্গন অব্যাহত আছে।





























