
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর
বৃহস্পতিবার (০৭ই মার্চ ২০২৪) গাজীপুর মহানগর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তারের একটি অফিস উদ্বোধন করা হলো।অফিসটি উদ্বোধন করা হয়েছে ৩ নং ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত এলিয়েন টেক্সটাইলের সম্মুখে এবং দেশ-মেলা ল্যাব স্টুডিওর পাশে।
একসময়কার ক্রীড়াবিদ পারভীন আক্তার কাউন্সিলরের দায়িত্ত্বের পাশাপাশি সফলতার সাথে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।জনগণকে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানই তার লক্ষ্য বলে জানান পারভীন আক্তার।
তিনি বলেন,"আমার বাড়ি যেহেতু ৩ নং ওয়ার্ডের বাইরে তাই অনেক সময়ই আমার কাছে এই ওয়ার্ডের জনগণ পরামর্শ দিতেন,বলতেন আমি যেন দ্রুত এখানে একটি অফিস নেই।জনগনই যেহেতু আমার শক্তি তাই তাদের পরামর্শকে মাথায় রেখে এখানে অফিসটি নেয়া।ঈনশা আল্লাহ ১ ও ২ নং ওয়ার্ডের পাশাপাশি আমি ৩নং ওয়ার্ডের সকল জনগণকে সঠিক এবং সর্বোচ্চ সেবা দিতে পারবো ঈনশা আল্লাহ, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই অফিসে থেকে ৩নং ওয়ার্ডের জনগণের সেবা করে যাবো।সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন যথাযথভাবে ও ন্যায়নিষ্ঠার সাথে দায়ীত্ত্ব পালন করতে পারি।"
অফিস উদ্বোধনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।





























