
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার দক্ষিণ পানিশাইলে তিন শতাধিক বসতঘর, দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন পদ্মা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষিণ পানিশাইল এলাকায় পদ্মা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে জমি কিনে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করে বসবাস করছেন তারা। ভোগ দখলীয় জমি তাদের নামে খারিজ করে খাজনা দিয়ে বিদ্যুৎ, গ্যাস বিল ও সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছেন। কিন্তু কয়েক বছর আগে সড়ক ও জনপথ বিভাগ তাদের দখলে থাকা জমি সড়ক বিভাগের বলে দাবি করে। এ অবস্থায় সমিতির লোকজন আদালতের শরণাপন্ন হন। আদালত স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সড়ক ও জনপথের অতি উৎসাহী কয়েকজন ওই জমিতে থাকা বাড়িঘর ও দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি,কোন প্রকার আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করেই উচ্ছেদ অভিযানের নামে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ও দোকানপাট গুড়িয়ে দিয়েছে।এতে তাদের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ক্ষতি হয়েছে।





























