
মির্জা শহীদুজ্জামান জেলা প্রতিনিধি টাঙ্গাইল :
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসের নগর জলপাই এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।
এদিকে অবরোধের কারণে করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা।
শিখার্থীরা অবরোধ করলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয় মহাসড়কে। প্রায় দেড়ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।
প্রতিবাদ কর্মসূচীতে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘চাকরিতে কোটা, মানি না মানবো না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না,আমরা পড়াশোনা করতে চাই। কিন্তুআমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা ইতোপূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।





























