
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলোচিত বিষয় এবং নাগরিক জীবণের এক ভোগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ী যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয়। তখন আমরা তাকে যানজট বলি। যানজটের প্রধান কারণ হল, অবৈধ রাস্তা দখল এবং ট্রাফিক আইন অমান্য করা, রাস্তার অনেক অংশ বিভিন্ন অবৈধ দখলদারের নিয়ন্ত্রনে। রাস্তায় দোকান পাট, ময়লার ভ্যান, যত্রতত্র গাড়ী রেখে রাস্তাকে সংকীর্ণ করে ফেলা হচ্ছে। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের যানজট এসব কারণের অর্ন্তভুক্ত । সরে জমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের উভয় পাশে বিভিন্ন বাস, অটো বিক্সা, সি এন জি গাড়ী অবৈধভাবে পার্কিং করা আছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রকারের ভাসমান দোকান বসা। ফলে সৃষ্টি হয় মহাসড়কে মহাযানজট। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছে বিভিন্ন অঞ্চল হতে আসা যাত্রী বাহী বাস ও মালবাহী ট্রাক। যে কোন সময় প্রাণ হারাতে পারে মুমুর্ষ রোগী। দরবেশ হাট রোডের একই অবস্থা। ইতিপূর্বে প্রশাসন কতৃক অভিযান পরিচালনা করা হলে, কমে আসে এই যানজট। তবে আবারো শুরু হল অবৈধ গাড়ী পার্কিং ও ভাসমান দোকান। যা যানজটের অন্যতম কারণ। তাই সাধারণ জনগন এই যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।





























