
লোহাগাড়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের নির্বাচনী অফিস উদ্ভোধন
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম) ঃ-
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ালীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরীর আনারস প্রতীকের সমর্থনে লোগাগাড়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নির্রাচনী অফিস উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে স্থাপিত উক্ত নির্বাচনী অফিস ও আলোচনা সভার আয়োজক ও সার্বিক তত্বাবধানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শাহপীর রিয়েল স্টেট এর চেয়ারম্যান মৌ. নাজিম উদ্দীন, দুবাই প্রবাসী মো. শাহজান ও সৌদি আরব প্রবাসী ইসমাইল আজাদ।
২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত নির্বাচনী অফিস উদ্ভোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সোলতান আহমদ চৌধুরী বাদশা, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, যুবলীগ নেতা নওশাদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভোক্তা অধিকার সংগঠন সিআরবি'র চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন, সিঃ সহ-সভাপতি সাংবাদিক ওসমান গনি, আওয়ামিলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহজান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাস সাগর সহ স্থানীয় ভোটার ও মান্যগণ্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তারা একজন সৎ ও স্বচ্ছ রাজনীতিক খোরশেদ আলম চৌধুরীকে দলমত নির্বিশেষে সকলেই আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।





























