
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
লোহাগাড়ার গণমানুষের নেতা, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধূরী বাবুল মালেশিয়ার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত ২৫ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় তার মরদেহ বাড়ীতে পৌছে। আর বিকাল ৪ টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ ২রা মার্চ শনিবার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার পরিবারের পক্ষ হতে জিয়াফত অনুষ্টানের আয়োজন করা হয়। অত্যান্ত সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষকে খাওয়ানো জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মহিলাদের পৃথকভাবে খাওয়ানোর জন্য রাখা হয় সুব্যবস্থ। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে আছে, আর কতৃপক্ষ যথাযতভাবে তাদেরকে খাওয়াতে ব্যস্থ রয়েছে। জিয়াফত অনুষ্টান সুন্দরভাবে পরিচালনার জন্য উপস্থিথ ছিলেন, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধূরী, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধূরী, বড়হাতিয়ার সাবেক ইউ,পি চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, লোহাগাড়া যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ছরওয়ার কোম্পানী, বিশিষ্ট শিল্পপতি শাহাব উদ্দিন চৌধূরী ও মহিউদ্দিন চৌধূরী ভুট্টো। লোহাগাড়া ্ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজ প্রকাশ ডুবাই আজিজ,আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহাজাহান বিন আব্দুল আজিজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়ার সভাপতি, প্রবীণ সাংবাদি মাহমুদুল হক চৌধূরী সহ গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার মানুষ জিয়াফত অনুষ্টানে অংশ গ্রহণ করেন।





























