
মোঃ রাশেদুল ইসলাম
জামালপুরের মাদারগঞ্জে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগরের ব্যক্তিগত উদ্যোগে বালিজুড়ি বাজার অবস্থিত বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেতে ৮০ টি বীর মুক্তিযোদ্ধা ও তাদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু। মাদারগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ডের সহ সভাপতি মির্জা গোলাম রাব্বি এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম মজনু তরফদার,
অনুষ্ঠানের আয়োজক ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুজ্জামান সাগর,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ডের সভাপতি প্রভাষক মোঃ গোলাম জাকারিয়া, সহ সভাপতি মিজানুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন রাশেদসহ অনেকেই। এসময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।































