
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
সহকারী প্রধান শিক্ষক ও চতুর্থ শ্রেণীর ৩ কর্মচারী নিয়োগ পরিক্ষায় অনিয়ম ও টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়ার চেষ্টার অভিযোগ এনে অন্যান্য প্রার্থী ও এলাকাবাসীর আন্দোলনের তোপে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয় নিয়োগ পরিক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, ২৮ জুন শুক্রবার সকালে এই স্কুলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগসহ তিনজন কর্মচারীর নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসকের প্রতিনিধি, মাউশি’র মহাপরিচালকের প্রতিনিধিসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখানে উপস্থিত হন। নিয়োগ পরীক্ষা শুরুর প্রাক্কালে শত শত এলাকাবাসী এই নিয়োগ অবৈধ এবং নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিদ্যালয়ের কার্যালয় কক্ষে ঢুকে হট্টগোল সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমতাবস্থায় জরুরী আলোচনা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এই নিয়োগের পরীক্ষার জন্য জেলা প্রশাসকের প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেট, মাউশি’র মহাপরিচালকের প্রতিনিধি বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম ও সহকারী শিক্ষক নাজমা জাহানসহ তিনি সকালে উপস্থিত হন।। এক পর্যায়ে এলাকাবাসী নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকে। তারা জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে বাছাই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। পরে তারা নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে হট্টগোলের সৃষ্টি করে। এক পর্যায়ে তারা কার্যালয়ের কক্ষে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি এই নিয়োগ স্থগিত করার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আইনজীবী জুলফিকার আলী বাবুল জানান, স্কুলের নিয়োগে কোন অনিয়ম ও দুর্নীতি হয়নি। তারা ইচ্ছে করে হট্টগোলের সৃষ্টি করে।





























