
নিজস্ব প্রতিবেদক :
চতুর্থ ধাপে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন । গত ৯ মে এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে আট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ ১৮ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
এদের মধ্যে এক জনের মনোনয়ন বাতিল এবং বাকি ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাই শেষে রোববার (১২ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন,মধ্যনগর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল মোজাহিদ।
যাচাই বাছাইয়ে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী
সুজিত চন্দ্র তালুকদার মামলা জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে আপিল করার সুযোগ রয়েছে তার।
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-মধ্যনগর উপজেলা আ'লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,সজল কান্তি সরকার, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম,মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া,
বরুন কান্তি দাশ গুপ্ত ,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল মিসবাহ।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা আ' লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন চৌধুরী,
যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,এমদাদুল হক খোকা,পংকজ আরেং,মোঃ আনোয়ার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
হযরত আলী,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: এনামুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী,সমাজকর্মী হানুফা আক্তার হেপি।
আগামী ১৩ থেকে১৫ মে প্রার্থীদের আপীল, ১৬ থেকে ১৮ মে প্রার্থীদের আপীল নিস্পত্তি,১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





























