
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মধ্যনগর দারুল উলুম মাদানীয়া কওমী মাদ্রাসার ৫০জন অসহায় ছাত্রের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল আড়াই টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় ৫০ জন মাদ্রাসা ছাত্রকে কাতার চ্যারিটি বাংলাদেশের উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উদ্যোক্তারা জানান, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা এবং রাজশাহী রেঞ্জের সদ্য পদোন্নতি প্রাপ্ত এআইজিপি আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি পরিবারকে ২৫কেজি চাল,৫লিটার সয়াবিন তেল,৩কেজি ছোলা,২কেজি চিনি,২কেজি খেজুরসহ ১৪ প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য আব্দুর রাজ্জাক, কাতার চ্যারিটি বাংলাদেশের নজরুল ইসলাম,মাদ্রাসার মুহতামিম আবুল হোসেন আখঞ্জী,বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদার প্রমুখ।





























