
পিএসএলে প্রথম তিন ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মুলতান সুলতান্স। অবশেষে দলটিকে মাটিতে নামাল পেশোয়ার জালমি। তাতে বাবর আজমের দল পেয়েছে আসরে প্রথম জয়ের স্বাদ। শুক্রবার রাতে মুলতানকে ৫ রানে হারিয়েছে পেশোয়ার।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৯ রান করে পেশোয়ার। জবাবে ১৭৪ রানে অলআউট হয় মুলতান। নাটকীয় ম্যাচের শেষ ওভারটা ছিল উত্তেজনায় ভরপুর। প্রথম বলে ডট দেন নাভিন উল হক। ৫ বলে তখন ২২ রানের কঠিন সমীকরণ। এরপর ঝড় ওঠে ইফতিখার আহমেদের ব্যাটে। ২ চার ও ১ ছয়ে ১৪ রান তোলেন তিনি। সঙ্গে ওয়াইড থেকে বাড়তি ২ রান। ২ বলে তখন মুলতানের দরকার ৬ রান। কিন্তু তীরে এসে তরি ডুবিয়েছে তারা। দারুণ এক প্রত্যাবর্তন করেন পেশোয়ার বোলার নাভিন। শেষ ২ বলে ২ উইকেট নিয়ে দলকে এনে দেন স্বস্তির জয়।
৮ বলে ১৬ রানে আউট হন ইফতিখার। ৩ বলে ২ ছক্কায় ১২ রান করেন উসামা মির। শেষ দিকে ৬ বলে ১১ রান আসে আব্বাস আফ্রিদির ব্যাট থেকে। তবে রান তাড়ায় সবচেয়ে বড় ঝড় উঠেছিল ডেউইড মালানের ব্যাটে। ২৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রানে করেন ইংলিশ ব্যাটার। অথচ ২৮ বলে ২৭ রান আসে রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে।
ওপেনার ইয়াসির খান ৩৭ বলে ৪৩ রানে আউট হন। পেশোয়ার জালমির পক্ষে ৪৩ রানে ৩ উইকেট নেন আরিফ ইয়াকুব। ৪৪ রানে ২টি শিকার নাভিনের। তবে বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন লুক উড। ৪ ওভারে স্রেফ ১৩ রানে ২ উইকেট নেন ইংলিশ পেসার লুক উড। এ ছাড়া ব্যাট হাতে ১৭ রানে অজেয় থাকেন তিনি।
অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন উড। পেশোয়ারের পক্ষে অধিনায়ক বাবর ২৬ বলে ৩১, হাসিবুল্লাহ খান ১৮ বলে ৩৭, মোহাম্মদ হ্যারিস ১৯ বলে ১৯ ও রভম্যান পাওয়েল ১১ বলে ২৩ রান করেন। মুলতানের পক্ষে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি, মোহাম্মদ আলি ও উসামা।







































