
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেইজন্য বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।
সোমবার বিকালে মুরাদনগর উপজেলা সদর বাজার এলাকায় এই বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ৫টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করেন এবং সেই সাথে তাদেরকে সর্তক করে দেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় চারটি মুরগীর দোকানকে ৪ হাজার টাকা করে ১৬ হাজার টাকা ও একটি মিষ্টি দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে মুরাদনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহাদাত হোসেন, মুরাদনগর সদর ইউনিয়নের তহশিলদার আরিফ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





























