
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীর সমশ্চূড়া গ্রামে শাহাজদ্দী নামে এক মাদকাসক্ত মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ভাংচুর করার ঘটনায় প্রতিবাদ করায় কলেজ পড়ুয়া ছাত্র মো: হাবিবুর রহমান (২০)কে প্রায় আট মাস পর ধোবাকুড়া বাজারে আটকিয়ে গণপিটুনি ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে তার মা হাজেরা খাতুন বাদী হয়ে পার্শ্ববর্তী ধোবাকুড়া গ্রামের শাহাজদ্দী,হামিদুল মেম্বার,রুকন ও ছানোয়ারের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারী শনিবার রাতে পোড়াগাও ইউনিয়নের ধোবাকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান," ঘটনার প্রায় আট মাস পর প্রতিশোধ নিতেই শাহাজদ্দী ও হামিদুল মেম্বারের নেতৃত্বে প্রায় ৭/৮ জনের একটি দল আমাকে ধোবাকুড়া বাজারে অটোরিকশা থেকে নামিয়ে একটি ঘরে আটকে বেধড়ক মারধর করে।ও আমার সাথে থাকা টাকা পয়সা কেড়ে নেয়।
আমি এ ঘটনার বিচার চাই। "
হাবিবুরের বাবা বনবিভাগের বাবুর্চি আবুল হোসেন বলেন,শাহাজদ্দী মদ খেয়ে আামার বাড়ি ঘর ভাংচুরের চেষ্টা করলে আমি তাকে তাড়িয়ে দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে মারধর করে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। "
অভিযুক্ত হামিদুল মেম্বারের বক্তব্য, হাবিবুর কে জনরোষ থেকে বাঁচাতে তাকে আমি থাপ্পড় দিয়েছি। " আমি তাকে পরিকল্পিত ভাবে মারধর করি নি। আর আমার ভাই শাহাজদ্দীর সাথে আমার কোন সম্পর্ক নাই"।
মামলার তদন্ত কর্মকর্তা বিপুল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা আদালত আমলে নিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলে তাদের আটক করা হবে।





























