
নেত্রকোণায় প্রধান নদ-নদীগুলোর তিনটি পয়েন্টে পানি কমছে। স্থিতিশীল রয়েছে একটি পয়েন্টে এবং বৃদ্ধি পাচ্ছে একটি পয়েন্টে। তবে এখনও উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকাল ৯টা পর্যন্ত উব্ধাখালীর কলমাকান্দা, সোমেশ্বরীর দুর্গাপুর ও ধনু নদীর খালিয়াজুরীসহ তিনটি পয়েন্টে পানি কমছিল। সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে পানি স্থিতিশীল ছিল। তবে বাড়ছিল কংস নদীর জারিয়া পয়েন্টের পানি। এ সময় উব্ধাখালী নদীর পানি কমলেও বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।
এদিকে বন্যার পানিতে প্লাবিত এলাকাগুলো থেকে কোথাও কোথাও ধীরগতিতে পানি নামছে। আবার কোথাও রয়েছে স্থিতিশীল। এ অবস্থায় কমছে না পানিবন্দি মানুষের দুর্ভোগ। গ্রামীণ কিছু সড়কের ওপর দিয়ে এখনও বন্যার পানি বইছে।
জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া চারিতলা এলাকার বাসিন্দা রাসেল মিল্কী জানান, আমাদের এলাকার মামুদপুর বাজার থেকে হারুলিয়া চারিতলা রাস্তাটি প্লাবিত হয়েছে। সড়কের ওপর হাঁটুপানি। এ অবস্থায় এখানকার অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, নেত্রকোণার বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার কিছু এলাকার মানুষ পানিবন্দি আছে। হাওরাঞ্চল হওয়ায় এমনটা প্রতি বছরই হয়। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।


































