
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে গত ২৭শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর অনুমান ১২.১৫ ঘটিকায় নন্দীগ্রাম থানাধীন সিংজানী মৌজাস্থ জনৈক মোঃ মাহফুজুর রহমান (৪০), পিতা-আলহাজ্ব খোরশেদ আলম, সাং-সিংজানী, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া এর সিংজানী মৌজার গোয়ালিয়া মাঠ নামক সরিষার ক্ষেতে জমির মধ্যে অজ্ঞাতনামা পুরুষ বয়স (৪০) ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে সিআইডি বগুড়া, পিবিআই বগুড়া, র্যাব-১২ বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। নন্দীগ্রাম থানায় কর্মরত এসআই মোঃ তারিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত: ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় প্রেরণ করে। মৃত দেহটি ময়না তদন্ত শেষে পরিচয় শনাক্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার হিমাগারে সংরক্ষন করা হয়। সিআইডি টিম মৃত দেহের আঙ্গুলের ছাপ এর মাধ্যমে মৃত ব্যক্তি মোত্তালিব হোসেন (৪০), পিতা-মোঃ জয়নাল হোসেন, মাতা-মোছাঃ মিরা বেগম, সাং-আব্দুল্যাপুর, ডাকঘর-আব্দুল্যাপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর বলে শনাক্ত করে। মৃত ব্যক্তির স্ত্রী, চাচা, চাচাতো ভাইসহ নিকট আত্মীয় স্বজন মৃত ব্যক্তির পরিধেয় জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও সেন্ডেল দেখে মৃত ব্যক্তি মোত্তালিব হোসেন (৪০) বলে শনাক্ত করে। মৃত ব্যক্তির চাচা মোহাম্মদ আব্দুস সালাম (৫০), পিতা-গরীবুল্লাহ আকন্দ, সাং-আব্দুল্যাপুর, ডাকঘর-আব্দুল্যাপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর মৃতদেহ জিম্মায় গ্রহনের আবেদন করলে মৃতদেহটি তার জিম্মায় প্রদান করা হয়। মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।





























