
রমেশ চন্দ্র সরকার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসার জুনিয়র মৌলভী আব্দুল বাতেন বসুনিয়ার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুর ২:৩০ ঘটিকায় রাজারহাট ফাজিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব একেএম আব্দুস ছালাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক স্বর্ণকমল মিশ্র, ইবতেদায়ী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, গভর্ণিং বডির দাতা সদস্য আলহাজ্ব ছালামত উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী মন্ডল (এটম), আনিছুর রহমান (লিটন), রহমত আলী, শিক্ষক শেখ মোঃ শাহ জাহান, রমেশ চন্দ্র সরকার, উত্তম কুমার, সাইদ সাদেক, আব্দুর রাজ্জাক, মনোয়ারা বেগম, রাশিদা ইয়াসমিন, ছিদ্দিকুল ইসলাম প্রমূখ।





























