
রমেশ চন্দ্র সরকার দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোঃ আখতারুজ্জামান পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন অজয় কুমার সরকার। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৯০৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা নাজু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬,৪৪৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ফারজানা আক্তার। তার প্রাপ্ত ভোট ২৯ হাজার ৭৫১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে মাধবী রানী পেয়েছেন ২৩ হাজার ৭৯৬ ভোট।





























